
বিসমিল্লাহির রাহমানির রাহীম আচ্ছালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুশিক্ষিত আদর্শবান ও খোদভারু নাগরিক গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষা একটি অনন্য মাধ্যম। জাগতিক ও পরলৌকিক উভয় জীবনে সফলতার দ্বার প্রান্তে উপনিত হতে মাদ্রাসা শিক্ষা অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম। কারণ একজন মাদ্রাসা শিক্ষার্থী একাধারে কোরআান, হাদিস, ফিকহ তথা ইলমেদ্বীন অর্জনের সুযোগ যেমন লাব করে তেমনি বাংলা, গণিত, ইংরেজী, বিজ্ঞান, কম্পিউটার সহ জীবন চলার পথে প্রয়োজনীয় সকল বিষয়েও জ্ঞান অর্জন করার সুযোগ পায়। ফলে মুসলমান হিসেবে পূণাঙ্গ জীবন গঠনের পথ সহজতর হয়ে ওঠে। সে লক্ষ্যে চান্দগাঁও থানাধীন ওয়াছিয়া আহমাদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাতিষ্ঠানিক অভিভাবকত্ব অব্যাহত রেখেছে। শিক্ষার্থীরা সুপ্ত মেধার বিকাশ ঘটিয়ে, কুসংস্কার, কুপ মন্ডুকতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করে শিক্ষা স্বাস্থ্য জ্ঞান বিজ্ঞানের আলোকিত বিশ^ ধরায় প্রিয় মাতৃভূমি মর্যাদাপূর্ণ অবস্থান গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবে। স্বনির্ভর জাতি গঠনে ও সুনাগরিক তৈরীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বিকল্প কোন পথ নেই। এতদলে সার্বিক মানদন্ড এ প্রতিষ্ঠানকে একটি আর্দশ ও মডেল প্রতিষ্টানে পরিণত করাই আমাদের স্বপ্ন ও অঙ্গীকার। আল্লাহ ও তার প্রিয় হাবীব সাল্লাল্লাহy আলাইহি ওয়াছাল্লাম সকলের সহায় হোন। আমিন বেহুরমতে ছাইয়্যিদিলমুরছালীন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষ- সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ