
সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরুদ সালাম পেশ করছি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (স:) এর প্রতি। অত্র প্রতিষ্ঠানের অনুরোধে সভাপতির দায়িত্ব গ্রহন করে প্রতিষ্ঠানে সুশৃংখল নিয়ম শৃংখলা চালু করা হবে আরো সুন্দর করার প্রযাস চালায়। ছাএ/শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যসহ সকলে অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠত্বের গৌরবের অভিষিক্ত করার জন্য প্রাণপন চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। বার আউলিয়ার পুন্যভূমি বন্দর নগরী চট্টগ্রামে ঐতিহ্যবাসী এই প্রতিষ্টানের দীর্ঘদিন যাবৎ এলাকায় দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রচার প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে।অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা বান্ধব পরিবেশের মাধ্যমে কোমলমতি ছাত্র/ছাত্রীদের কাছে শিক্ষা অর্জনকে আনন্দময় করে আগামীর স্মার্ট নাগরিক গড়াই আমাদের লক্ষ্য।দেশ ও জাতির কাঙ্খীত সাফল্য অর্জনে মাদ্রসার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।ইসলামী তাহযীব তমদ্দুন চর্চা বিকাশ ও প্রচারে এই প্রতিষ্ঠান আরো ব্যাপক ভূমিকা রাখবে। ইনসাল্লাহ।